মাইক্রোসফটের একটি চোখ ধাঁধানো প্রযুক্তি
যদি আপনার এই মিউজিয়ামের স্ন্যাপগুলোকে একটি সিকোয়েন্সে এনে একটি থ্রিডি অর্ডারে সর্টিং করা হল। ঠিক যেমন আপনি আবার পৌছে গেছেন সেই মিউজিয়ামে!
আশ্চর্যজনক হলেও সেই মিউজিয়মে ফিরে যাওয়া সম্ভব না হলেও সেই ব্যাকেশানের স্বাদ আপনি কিছুটা নিতে পারবেন এই ফটোসিন্থ প্রযুক্তির মাধ্যমে। ফটোসিন্থের মাধ্যমে আপনি আপনার তোলা ছবিগুলো কে সিকোয়েন্সিয়ালি একটি থ্রিডি এনভাইরোমেন্টে অর্গানাইজ করতে এবং পাবলিকে শো করতে পারবেন।
ফটোসিন্থ হল মাইক্রোসফট লাইভ ল্যাব এবং ওয়াশিংটন ইউনিভার্সিটির যৌথ অ্যানালাইজিং এর আউটপুট যার মাধ্যমে আপনিন একাধিক ফটোগ্রাফির সাহায্যে একটি ত্রিমাত্রিক পয়েন্ট ক্লাউড ক্রিয়েট করতে পারবেন।
যেভাবে কাজ করে
এটি সাধারনত দুই স্টেপে কাজ করে থাকে।
১.
আপনার তোলা ফটোগ্রাফগুলোর এনালাইসিস করে সেম এরিয়া সিলেকশন করে। এই ক্ষেত্রে ইন্টারেষ্ট পয়েন্ট ডিটেকশান এবং মাইক্রোসফট রিসার্চের ডেভলাপ করা কিছু স্পেশাল অ্যালগোরিদম ব্যবহার হয়ে থাকে। এই প্রসেস ফটোগ্রাফের কিছু স্পেশাল ফিচারকে পয়েন্ট আউট করে থাকে। যেমন ফটোর কর্নার লেন্থ এই সমস্ত জিনিস ফিক্স আপ করা। এই জিনিসগুলো কতটা জরুরী তখনি বোঝা যায়, যখন আপনি অন্যকারো তৈরি করা সিন্থ দেখতে যাবেন। এবং ছবির কর্নার এবং অর্ডার সিলেকশানের মাধ্যমে একটি ছবি ও তার পরবর্তী ছবির সঠিক কর্নারে অ্যাডজাষ্টমেন্ট করা হয়। এই স্টেপে আরো আইডেন্টফাই করা হয় আপনার ফটোসিন্থের থ্রিডি ফিচার।
২.
এই স্টেপে থ্রিডি ক্লাউডের মাধ্যমে নেভিগেট করা হয় আপনার ফটো সিন্থের ইন্টিলিজেন্ট ডিসপ্লে। এটি মূলত ফটোসিন্থের সফটওয়্যারটি ডাউনলোড করা রমাধ্যমেই সম্পন্য হয়ে যায়।
কারন অরিজিনাল ছবিগুলো ফটোসিন্থের সার্ভারেই আছে এবং আপনাকে সিন্থ শো দেখতে হলে অবষ্যই সেই সমস্ত ফটোগ্রাফের সাথে সিঙ্ক্রোনাইজ করতেই হবে। এবং সেই সার্ভারের সাথে সংযুক্ত হবার মানেই আপনি ফটোসিন্থ অর্ডারের সাথে আপডেটেড হয়ে থাকা এবং সঠিক অর্ডরে সিন্থ উপভোগ করা।
ফিচার
- একটি ফটোগ্রাফ তথা একটি লোকেশানকে যে কোন অ্যাংগেল থেকে পর্যবেক্ষন করতে পারবেন। সেই লোকেশানের রোড ভিউ এবং ওভারহেড ভিউ ও আপনি সহজেই দেখতে পারবেন।
- ফটো জুম ইন এবং জুম আউট
- একটি ফটো ও অন্য ফটোর রিলেশান পর্যবেক্ষন করা। মানে ফটোর সঠিক সিকোয়েন্স দেখা।
- আস্তে আস্তে ভিউয়ের অ্যাঙ্গেল পরিবর্তন করে রিয়েল লাইফ টেস্ট। তবে সেটা তেমন একটা ইফেক্টিভ বলে মনে হয়নি আমার। ঠিক যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর ব্যার্থ চেষ্টা।
- ফটো সিলেকশান এবং সেন্ডিং

যদিও একটি ওয়েবওয়্যার, তারপরেও আপনাকে ফটো
إرسال تعليق