পর্ব- 1

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।অনেক দিন পর techtunes এ টিউন করলাম।আমার ইচ্ছা আছে html এর উপর ধারাবাহিক টিউন করার।দোয়া করবেন যেন চালিয়ে যেতে পারি।আর আমি Microsoft word,excel এর উপর টিউটোরিয়াল চালিয়ে যাব।সবাই সাথে থাকবেন।
**আপনাদেরকে html এর বেসিক format টা দেখাচ্ছি।
খেয়াল করুন সব লেখার শুরুটা হবে <html> দিয়ে আর শেষ হবে </html> এই লেখা দিয়ে।
***এই লেখার মাঝে <head> হতে </head> একটা পার্ট।আর <body> হতে </body> আরেকটা পার্ট।
***<head> হতে </head> এর মাঝে <title> আর </title> থাকে।
***আর এটা notepad এ লিখতে হবে।note pad এর জন্য start menu হতে notepad লিখে সার্চ দিতে হবে ।
*** তারপর তা যেকোন নাম তারপর একটা ডট দিয়ে html লিখে সেভ করতে হবে।যেমনঃ alif.html
***আসুন একটা example দেখি।
*এটা নোটপ্যাড এ লিখে alif.html নামে সেভ করুন।
***তারপর যেখানে সেভ করেছেন, সেখানে গিয়ে double click করে ওপেন করুন।
আপনার web page তৈরি হয়ে গেছে।
إرسال تعليق