মাইক্রোসফট অফিসের সব গুলো বাংলা PDF বই নিয়ে নিন

মাইক্রোসফট অফিসের সব গুলো বাংলা PDF বই নিয়ে নিন। আর অবহেলা না করে ঘরে বসে শিখে ফেলুন এখনি।

বর্তমান যুগে মাইক্রোসফট অফিস এমনই একটি সফটওয়্যার যেটির ব্যবহার জানা সবার জন্যই প্রয়োজনীয়। মাইক্রোসফট অফিস হচ্ছে সারা বিশ্বব্যাপি
ব্যবহিত একটি বহুল আলোচিত এবং জনপ্রিয়  প্রোগ্রাম। এ প্রোগ্রামটি রচনা করেছে মাইক্রোসফট কর্পোরেশন। ডেস্কটপ এ প্রকাশনা উপযোগী
কার্যাবলী সম্পাদনের জন্য মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ইতোমধ্যে কম্পিউটার ব্যবহারকারীদের কাছে কিংবদন্তী প্রোগ্রামে পরিণত হয়েছে।
চিঠিপএ লেখা, অফিসিয়াল কাজে, দলিল-দস্তাবেজের কাজ, প্রকাশনা সংক্রান্ত যাবতীয় কাজ, হিসাব-নিকাশ, তথ্য তৈরি করা ইত্যাদি কর্মের জন্য আজকাল কম্পিউটার প্রোসেসিং প্রোগ্রাম মাইক্রোসফট অফিস ব্যবহার কার হয়। গ্রাফিক্যাল ইন্টারফেস ভিত্তিক এ প্রোগ্রামে সুদৃশ্য ফিচার ও উইজার্ড সমূহ ব্যবহার করে সহজেই পছন্দ মত ডেক্সটপ কার্যাবলী সম্পাদন করা যায়।
মাইক্রোসফট ওয়ার্ড,এক্সেল ও অ্যাক্সেস সম্পর্কে ভাল ভাবে জানার জন্য নিচের বাংলা বই গুলো কিছু মেগাবাইট খরচ করে নামিয়ে ফেলুন। আর দেখুন
কি কাজের বই দিলাম এবং মনযোগ সহকারে বইগুলো পড়ুন তাহলে আশা করি খুব অল্পসময়ে মাইক্রোসফট ওয়ার্ড এর বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে দক্ষ হয়ে
উঠতে পারবেন।
মোট কথা বাসায় বসে বসে আপনি ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট শিখতে পারবেন। আপনাকে আর টাকা খরচ করে মাইক্রোসফট আফিস শিখতে যেতে হবে না। কারন এই বইগুলতে স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে মাইক্রোসফট অফিসের প্রতিটি বিষয় ছবি সহকারে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া এই বই গুলো ইউনিকোড ফরম্যাটে করা যা mobile ও computer এ খুব সুন্দর ও সহজ ভাবে পড়তে পারবেন। তাহলে আর দেরি না করে আজই ফ্রী ডাউনলোড করে পড়া শুরু করে দেন।
ডাউনলোড করার জন্য ডাউনলোড ম্যানাজার ব্যবহার করুন।
কারো মাইক্রোসফ অফিস ২০১৩ লাগলে নিযে নিন এখান থেকে অ্যাক্টিবেটর সহ।

মোবাইল ও কম্পিউটার দিয়ে পড়ার জন্য নিচের বইগুলো ডাউনলোড করুনঃ

আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post