গ্রাফিক্স ডিজাইন কি ও কেন আপডেট-২০২০

গ্রাফিক্স ডিজাইন কি ও কেন আপডেট-২০২০ [১ম পর্ব]

গ্রাফিক্স ডিজাইন কি? 


গ্রাফিক্স ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন কি? 

অনেকের মনেই এই প্রশ্নটা আসতে পারে যে গ্রাফিক্স ডিজাইন আসলে কি? অথবা গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখা যায়। সত্যি কথা বলতে কি পর্যাপ্ত ব্যাখ্যা ব্যতিরেকে এককথায় গ্রাফিক্স ডিজাইনের সংজ্ঞা প্রদান করা সম্ভব নয়। তারপরও যতটুকু সম্ভব হয় চেষ্টা করব গ্রাফিক্স ডিজাইন বিষয়ে সঠিক ধারণা দেওয়ার। চলুন শুরু করি-
আমরা যদি গ্রাফিক্স ‍ডিজাইন শব্দটির দিকে তাকাই তাহলে গ্রাফিক্স এবং ডিজাইন এই দুটি শব্দ আমাদের চোখে পড়ে। গ্রাফিক্স এবং ডিজাইন একই বিষয় নয়।  আলাদা বিষয়।
গ্রাফিক্স হলো দৃশ্যমান বিষয়বস্তু যেটি মুলত আর্ট, কল্পনা, অভিব্যক্তি বা প্রকাশ দ্বারা উদিত হয়। উদাহারণস্বরূপ বলা যায়-
  • কোন কিছু অঙ্কন করা।
  • খোদাই করা নকশা।
  • বিভিন্ন লেখনী ইত্যাদি গ্রাফিক্সের অর্ন্তভুক্ত বিষয়।

গ্রাফিক্স

যখন কোন কাল্পনিক আর্টকে আমরা একটি পৃষ্টা বা সারফেসে বিভিন্ন লাইন বা সেপ, টেক্সচার, ফর্ম ও টাইপোগ্রাফি ইত্যাদির মাধ্যমে প্রকাশিত করব তখন এই প্রকাশিত শিল্পকেই মুল আমরা গ্রাফিক্স বলে থাকি।

ডিজাইন

এবার আসা যাক ডিজাইনের কথায়। ডিজাইন হলো কোন কিছু সৃষ্টি করার পূর্বে তার কার্যাবলি চেহারা বা তার লুক কিরকম হবে সেটি ঠিক করা। সুতরাং ডিজাইন হলো সমস্যা সমাধান, চিন্তা ও বাস্তবতা এই তিনটি বিষয়ের সমন্বয়। গ্রাফিক্স ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। যেগুলো মেনে চলা আবশ্যক। আর এই নিয়মগুলোকে বলা হয়ে থাকে “প্রিন্সিপলস অফ ডিজাইন” এই প্রিন্সিপলস অফ ডিজাইন গুলো একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা আমাদের চারপাশে যেসব ডিজাইন গুলো দেখে থাকি সেগুলো মুলত প্রিন্সিপলস অফ ডিজাইন এর নিয়ম মেনেই তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ যখন আমরা প্রিন্সিপলস অফ ডিজাইন নিয়ম মেনে কোন ডিজাইন করি তখনই তাকে আমরা ডিজাইন বলে থাকি। “প্রিন্সিপলস অফ ডিজাইন”-এর নিয়ম গুলো হলো-

Contrust * Hierarchy * Alignment * Balance
Proximity * Repetition * Simplicity * Function


যখন আমরা ভার্চুয়াল এ্যলিমেন্ট ও  ডিজাইন অফ  প্রিন্সিপলস  একত্রিত করব তখন গ্রাফিক্স ডিজাইন হবে। গ্রাফিক্স ডিজাইন কোন অঙ্কন নয়, গ্রাফিক্স ডিজাইন রং করাও নয়, কম্পিউটরে কোন পোষ্টার বা লগো তৈরি করাও গ্রাফিক্স ডিজাইন নয়, আবার কোন জিনিসকে সুন্দর করাও গ্রাফিক্স ডিজাইনের অর্ন্তভূক্ত নয়। এগুলো হলো আলাদা আলাদা স্কিল।
গ্রাফিক্স ডিজাইন হলো কোন সুনির্দিষ্ট কাজের জন্য একটি সৃজনশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে কোন তথ্যকে সংগঠিত ও পরিবেশনা করা।
গ্রাফিক্স ডিজাইনে প্রথমেই আমাদেরকে Brief, information বা Massage টি বুঝতে হবে তারপর Research ও চিন্তার মাধ্যমে Idea Generate করে একটি Solution দিতে হবে। আশা করি  গ্রাফিক্স ডিজাইন কি মোটামুটি হলেও আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা জানব গ্রাফিক্স ডিজাইন শেখার পর কোন কোন সেক্টরে আপনি চাকুরী/কাজ করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইন ভালভাবে শেখার পর আপনি-
===========================================================================

> Advertising   
> Branding  
> Web Design  
> Interface Design  
> Magazine Layout
> Paper Engineering & Packaging  
> TV/Motion Graphics  
> Info Graphics Design  
> Art & illustration 
> Digital Art 

===========================================================================
আপনারা যদি ভালভাবে গ্রাফিক্স ডিজাইন শিখেন তাহলে উপরের সবগুলো সেক্টরেই আপনি চাকুরী করতে পারবেন। বন্ধুরা আজকে এতটুকুই। চেষ্টা করব আগামী পর্বে গ্রাফিক্স ডিজাইন সর্ম্পকে আরও বিস্তারিত আলোচনা করার। আমার এই ক্ষুদ্র প্রয়াস  যদি আপনাদের ভাল লেগে থাকে, তাহলে অবশ্যই! অবশ্যই!
 | লাইক | কমেন্টস  | শেযার | 
 করে আপনাদের জন্য আর ভাল কিছু লেখার উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে


শুভেচ্ছান্তে
ফ্রিলান্সার নয়ন

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post