চাকুরির পরীক্ষায় Translation এর সমাধান আর নয় Translation চিন্তা


Saifurs চাকুরির Translation ও বড় বড় অনুবাদ বইটি  Download    করুন।

চাকুরির পরীক্ষায় Translation এর সমাধানঃ

চাকুরির পরীক্ষায় Translation নিয়ে সমস্যায় পড়ে না এমন মানুষ খুজে পাওয়া যায় না। তবে কিছু ‍ নিয়ম মেনে ট্রান্সলেশন করলে অতি সহজে হয়ে ‍ যাবে আপনার ট্রান্সলেশন।
আসুন জেনে নেই উপায় গুলাঃ

লম্বা বাক্য অনুবাদ করার উপায়:

S + V + Extension + Adverb phrase (যদি থাকে)  অথবা Adverb phrase + S + V+ E ♠

♪ ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত শ্রমঘন এবং স্বল্প উৎপাদন সময়কাল সম্পৃক্ত হওয়ায় জাতীয় অায় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে দ্রুত অবদান রাখতে সক্ষম |

★ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত – Small and medium industrial sector.
শিল্পঘন এবং স্বল্প উৎপাদন সময়কাল সম্পৃক্ত হওয়ায় – for becoming involved in labour intensive and brief production oriented
★ জাতীয় অায় বৃদ্ধি – in increasing national income.
★ কর্মসংস্থান সৃষ্টিতে – in creating employment .
★দ্রুত অবদান রাখতে সক্ষম -will be able to keep quick contribution.
Sub – Small and medium industrial sector +
main Verb – will be +
adjective complement – able +
Extension – to keep quick contribution in increasing national income and in creating employment for being involved in labour intensive and brief production oriented.

♪বি.দ্র: এক্সপার্টদের পরামর্শের অাদলে করার চেষ্টা করলাম | ভুল সংশোধন করে দিলে চির কৃতজ্ঞ থাকবো | এক্সপার্টদের পরামর্শ ছিল নিম্নরূপ-
[ In the decade of eighty, banks or bank management related training institutions were not able to determine identity of adequate creativity duly in their training and research activities.
দীর্ঘ বাক্য translate করার সময় কতগুলো বিষয় খেয়াল করবেনঃ প্রথমত, বাক্যটির subject কোনটি, verb কোনটি, extension কোনটি, কোনো adverb বা adverb phrase আছে কি না। যেমন – এই বাক্যে adverb phrase হল ‘In the decade of eighty’, subject হল “banks or banking system related training institutes”, main verb হল “were not”, adjective complement হল “able”, extension হল ” to confirm their identity of creativity duly in their training and research activities.”
আর যেকোনো বাক্যের গঠন হলঃ S + v + E + Adverb phrase (যদি থাকে)
অথবা, Adverb phrase + S + V + E.
কাজেই এই pattern এ যেকোনো বাক্যকে translate করলেই তা correct হবে ]
আরও সংযুক্ত করুনঃ Adverbial phrase বলতে কিভাবে এবং কখন কাজটি হয়েছে এর উত্তরে যা পাওয়া যায় তাকেই বোঝায়। যেমন –
I eat rice.
এখন যদি প্রশ্ন করা হয় কিভাবে খাই?
উত্তর হতে পারেঃ In a very slow motion.
অর্থাৎ, I eat rice in a very slow motion.
(তাহলে, in a very slow motion হল adverb phrase)
আবার, যদি প্রশ্ন করা হয় কখন খাই?
উত্তর হতে পারেঃ In the morning.
অর্থাৎ, I eat rice in the morning.
(তাহলে, in the morning হল adverb phrase).
আর adverb phrase বাক্যের শুরুতে, মাঝে, এমনকি শেষেও বসতে পারে)
In the morning, I eat rice.
অথবা, I eat rice in the morning.

 আসলে ইংরেজী বড় বড় বাক্যের বাংলা অর্থ তৃপ্তিসহ বুঝতে পারো না, যেহেতু তুমি পড়েই বুঝো না, তাই তুমি অনুবাদ করতে পার না বা করলে ও অনেক ভুল হয়।
 এর সমাধান হল ইংরেজী বড় বড় বাক্যের বাংলা অর্থ তৃপ্তিসহ বুঝার ক্ষমতা হলে অনুবাদ খুব সহজেই করতে পারবে। 
এজন্য তুমি ১০ বছরের প্রশ্ন ব্যাংক বা কমনের পিছনে না দৌড়িয়ে সাইফুরসের ব্যতিক্রমি ১ সেট বইয়ের পিছনে দৌড়াও, আমি তোমাকে চাকরির পরীক্ষায় ইংলিশে এ সফলতার গ্যারান্টি দিচ্ছি। 


কিছু নমুনা ট্রান্সলেশন:

আপনি কিভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন? - How do you make important decisions?
আপনি বর্তমানে কতো বেতন পান? - How much do you currently get paid?
আমি পরিস্থিতি সামাল দিতে পারি - I can handle the situation
আমি নিজেকে অনেক পরিশ্রমী মনে করি - I consider myself hardworking
আমি অভিজ্ঞতা ভিত্তিক পারিশ্রমিক আশা করছি - I expect experience based remuneration
আমার মনে হচ্ছে আমি যেন আমার প্রতিভাগুলো দেখাতে পারছিলাম না (পূর্বের কর্মস্থলে) - I feel I wasn’t able to show my talents
আমি আইটি’র উপর স্নাতক করেছি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে - I graduated in IT from the University of London
আমি কিছু বছর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেছি - I have worked as a Sales Representative for several years
আমি আমার স্নাতকোত্তর করেছি আধুনিক ভাষার উপর ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক থেকে - I hold a master’s degree in Modern Languages from the University of New York
আমি কোনো কিছু খুব দ্রুত শিখি এবং আমার কাজের জন্য আমি গর্ববোধ করি - I learn quickly and take pride in my work
আমি প্রতিবন্ধকতা পছন্দ করি এবং কাজ ঠিকমতো শেষ করতে ভালোবাসি - I love challenges and getting the job done

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন
Tag:  #শিখবোবিডি #Sikhbobd #SHIKHBO BD
http://shikhbobd.com/  shikhbobd.com

2 Comments

  1. আপনারদের কে অনেক ধন্যবাদ এই রকম বই আমাদেরকে উপহার দেওয়ার জন্য সেই সাথে আমরা সাইফূরস ইংরেজি শিক্ষাদান প্রতিষ্ঠানকে জানাই অনেক অনেক ধন্যবাদ

    ReplyDelete

Post a Comment

Post a Comment

Previous Post Next Post