১০০ মিনিটেরও বেশি ভয়েস মেসেজ বা মিউজিক পাঠাতে পারবেন মেসেন্জারে
এখন যে পদ্ধতি আমি দেখাতে যাচ্ছি তার মাধ্যমে আপনি ১০০ মিনিটেরও বিশি ভয়েস মেসেজ বা মিউজিক পাঠাাতে পারবেন মেসেন্জারে। চলুন শুরু করা যাক।
সর্বপ্রথম আপনার ফোনের ভয়েস রেকর্ডারটি ওপেন করুন। এবার আপনি যে ভয়েস বা রেকর্ড পাঠাতে চান তা রেকর্ড করুন, যতক্ষণ ইচ্চা রেকর্ড করুন। রেকর্ড হয়ে গেলে তা সেভ করুন।
এখন আপনার ফোনের প্লে স্টোরে যান, সেখানে সার্স বক্সে লিখুন Sound Effect এবং সার্স বাটনে ক্লিক করুন। এবার দেখুন একটি এ্যাপ এসেছে যার নাম ভয়েস চেন্জার উইথ ইফেক্ট নামের একটি এ্যাপ আসবে। অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করুন-
পটি ওপেন করুন এবং উপরের ডান কর্ণারে ওপশন বাটনে ক্লিক করুন। আপনি চাইলে এখানেও রেকর্ড করতে পাবেন। এবার ইম্পোর্ট প্রি রেকর্ডেড সাউন্ড বাটনে ক্লিক করুন এবং আপনার রেকর্ড করা ভয়েসটি সিলেক্ট করুন। একটু অপেক্ষা করুন
এখন দেখবেন অনের প্রকার ভয়েস ইফেক্ট আসছে, আপনি প্রতিটি অপশন প্লে করে আপনার পছন্দের ইফেক্ট দিয়ে ডান কর্ণারের অপশন বাটনে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করুন।
এবার অনেক অপশন আসবে, সেখান থেকে মেসেন্জার সিলেক্ট করুন এবং ওপেন হলে যাকে পাঠাতে চান তার নামের ডান কর্ণারে সেন্ড বাটনে ক্লিক করুন।
কিছুক্ষণ পর দেখবেন আপনার সেন্ট করা ভয়েস মেসেজ সেন্ট হয়ে গেছে। এবার আপনি নিজেই সেই ভয়েস প্লে করে শুনতে পারবেন। এভাবেই কাজটি সম্পন্য করবেন।
Post a Comment