নিজের অথবা যেকারো মোবাইলের কল লিস্ট বের করুন খুব সহজে


বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে চমৎকার একটা ট্রিক শেয়ার করবো।প্রথমেই ট্রিকটা সম্পর্কে বলেনিই।আজকের ট্রিকটা কাজে লাগিয়ে আপনারা যেকারো মোবাইলের কল লিস্ট খুব সহজে দেখে নিতে পারবেন।সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজের অথবা অন্যের কল লিস্ট দেখতে পারবেন পুরো এক বছরের।আপনারা লক্ষ্য করবেন দুই একদিন পর আমাদের মোবাইলের কল লিস্ট হারিয়ে যায়,কিন্তু যে অ্যাপটা শেয়ার করবো সে অ্যাপটা আপনার মোবাইলের ফোন মেমোরিতে কল লিস্ট সেভ করে রাখবে।আপনি চাইলে আপনার বন্ধুর মোবাইলে অ্যাপটি ইনস্টল করিয়ে দিয়ে সে কার সাথে কোন নাম্বারে কখন কোন তারিখে কত মিনিট কথা বলেছে খুব সহজে দেখে নিতে পারবেন।


এছাড়া অনেক সময় আমাদের মোবাইলের মেসেজ ডিলেট হয়ে যায়,আপনি চাইলে এই অ্যাপটি দিয়ে মেসেজও ব্যাকআপ করতে পারবেন।তো আর বেশি কথা বলবোনা, কি বুঝাতে চাচ্ছি হয়তো আপনারা বুঝতে পেরেছেন।তো চলুন শুরু করা যাক,যে কারো অথবা আপনার মোবাইলের কল লিস্ট বের করতে প্রথমে একটা অ্যাপ ইনস্টল দেওয়া লাগবে,অ্যাপটি সরাসরি প্লে-স্টোর থেকে ইনস্টল করতে 

এখানে ক্লিক করুন
আর বাকি কাজগুলো স্কিনশর্ট ফলো করে করেনিন।






এখান থেকে আপনারা চাইলে মেসেজ ব্যাকআপ ও করতে পারবেন








দেখুন সবধরনের কল ডিটেইলস চলে এসেছে সাথে নাম্বার ও তারিখ দেওয়া আছে



আশাকরি আমার পোস্টটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন।কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন।যতদূর সম্ভব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো।আর পোষ্টে ভুলত্রুটি হলে আমি নিতান্তই ক্ষমাপ্রার্থী।আপনার কাছ থেকে আমরা সুন্দর একটা কমেন্ট আশাকরি।তাই পোষ্টটি কেমন লেগেছে কমেন্টে লিখে ফেলুন।

সোশ্যাল মিডিয়াতে আমরা আছি আপনাদের পাশে

 ফেসবুকে আমাকে পেতে ক্লিক করুন
                                           






إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم