আপনার তৈরি করা অপ্রয়োজনীয় ফেসবুক পেজ চিরতরে ডিলেট করুন
আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে চমৎকার একটা টিপস শেয়ার করবো।প্রথমে টিপসটা সম্পর্কে বলেনিই।
আজকের টিপসটা মূলত ফেসবুক সম্পর্কে।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের তৈরি করা অপ্রয়োজনীয় ফেসবুক পেজ চিরতরে ডিলেট করবেন।অনেকে বুঝে না বুঝে অনেক ফেসবুক পেজ তৈরি করে থাকে, কিন্তু পরে ডিলেট করতে চাইলে সেটা তারা করতে পারেনা।
তো সেই সমাধান নিয়ে আজকের পোষ্ট কিভাবে ফেসবুক পেজ চিরতরে ডিলেট করবেন।চলুন শুরু করা যাক,প্রথমে আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপসটিতে প্রবেশ করুন এবং নিচের স্কিনশর্টগুলো ফলো করুন।
সকলের সুস্বাস্থ কামনা করে আজকের মতো বিদায়,নিচ্ছি।পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে দেখা হবে [[আল্লাহাফেজ]]
সোশ্যাল মিডিয়াতে আমরা আছি আপনাদের পাশে ।
Post a Comment