কম্পিউটার সফটওয়্যার বিষয়ে অজানা কিছু কথা, যা জেনে রাখলে যে কোন ভাইভা পরীক্ষায় সহজে উত্তর দিতে পারবেন।

সিস্টেম সফটওয়্যার কম্পিউটার সফটওয়্যার যাহার নকশা প্রস্তুত করা হয়েছে, কম্পিউটারের হার্ডওয়্যার কে পরিচালনা করার জন্য ও এপ্লিকেশন সফটওয়্যার গুলোকে কাজ করার উপযোগী পরিবেশ প্রদানের জন্য।
Related image
সিস্টেম সফটওয়্যারের প্রকারভেদ গুলো
কম্পিউটারের বাইওস  এবং ডিভাইস ফার্মওয়্যার  যেটা হার্ডওয়্যার (আগে থেকে যুক্ত বা পরে লাগানো হয়েছে ) পরিচালনা এবং নিয়ন্ত্রন এর সাধারণ কাজ গুলো করে থাকে।
অপারেটিং সিস্টেম যা কম্পিউটারের সকল অংশকে একসাথে কাজ করায়। যেমন- ডেটা আদান  প্রদান,  আউটপুট  তৈরী ও প্রদর্শন। এছাড়া এইটা উচ্চ-স্তরের সিস্টেম সফটওয়্যার চালানোর  এবং এপ্লিকেশন সফটওয়্যার চালানোর একটি বড় প্লাটফর্ম ।
ইউটিলিটি সফটওয়্যারটি কোন ডাটা  বিশ্লেষণ, ডাটা বাছাই বা পছন্দ নির্ধারদাত এবং কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রন করার ক্ষমতা প্রদান করে।
সিস্টেম সফটওয়্যার এর ব্যাখ্যায় সফটওয়্যার উন্নয়ন এর ব্যাবহারিক  টুলস যেমন- কম্পাইলার, লিঙ্কার অথবা ডিভাগার ইত্যাদি এর আওতায় ফেলা হয়ে থাকে।
প্রোগ্রামিং সফটওয়্যার হল এক ধরণের কম্পিউটার প্রোগ্রাম বা এ্যাপ্লিকেশন যা সফটওয়্যার উন্নয়ন কারীগণ ব্যবহার করে  থাকে সফটওয়্যার তৈরি, ডিবাগ, নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ বা এপ্লিকেশন গুলোকে সহায়তা করতে। সাধারণ অর্থে এটা বোঝায়, প্রোগ্রাম একত্র করা হয়েছে প্রদত্ত একটি নির্দিষ্ট কাজ সম্পাদনার করার জন্য যেমন  একজন ব্যক্তি একটি যন্ত্র দিয়ে একের অধিক যন্ত্রাংশ ঠিক করতে পারে।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post