ইংরেজি জিরো থেকে হিরো হয়ে যান

ইংরেজি গ্রামার শিখার জন্য কিছু বাংলা -বুক বা বই--> বিসিএস ,বিশ্ববিদ্যালয় ভর্তি যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (আশা করি সবার কাজে লাগবে) 




ইংরেজি হল একটি আন্তর্জাতিক ভাষা। আমরা দৈনন্দিন জীবনে দুএকটা ইংরেজি বলেই থাকি। অনেকে আবার একে বাংলা ভাষার চেয়ে অধিক গুরুত্ব দেন। সে যাই হোক, কর্মক্ষেত্র থেকে শুরু করে জীবনের নানা পর্যায়ে ইংরেজি নামক অধ্যায়ের কিন্তু গুরুত্ব অপরিসীম। আজকাল ভাল ভাল চাকরির জন্য ইংরেজিতে চটপটা হওয়া অপরিহার্য। কিন্তু আমরা কজনই বা পারি সাবলীল ভাবে ইংলিশ বলতে বা লিখতে।ইংলিশ বলার সময় কিন্তু খুব একটা ভুল চোখে পরে না  

কিন্তু লিখার সময় আমাদেরকে অবশ্যই গ্রামার মেনে বিশুদ্ধ ভাবে লিখতে হয়। এজন্য আমাদেরকে টেকনিক মেনে ইংলিশ গ্রামার শিখতে হবে…… 
আমাদের মাতৃভাষা বাংলা আর দ্বিতীয় ভাষা ইংরেজী তবে যেহেতু আমাদের মাতৃভাষা ইংরেজী না তাই ইংরেজী আমাদের জন্য অনেক কঠিন সামান্য কিছু মানুষ ইংরেজীটা ভালো ভাবে বুঝে আর আমার মতো যারা তারা মোটামুটি বুঝি আর আরেক অংশ আছে যারা ইংরেজী ভীতিতে ভীত


কিন্তু আমরা আমরা যতই ইংরেজীতে পাকনা হইনা কেন আমাদের ভুল ভ্রান্তি হবেই বানান ভুল হবে ব্যাকারণগত ভুল হবে এর বড় কারন আমরা খুব কম সময় ইংলিশ চর্চা করি।
 

নিচের বইগুলো শিক্ষার্থীদের ইংরেজি গ্রামার সম্পর্কে তাদের মনের কোনে লুকিয়ে থাকা গ্রামার সম্পর্কিত অনেক প্রশ্নের জবাব হাজির করবে। সম্পূর্ণ নতুন একটি ভঙ্গিতে রচনা করা বইগুলো খুব সহজ -সরলভাবে কিছু টেকনিক , নিয়ম উদাহরণ মাধ্যমে ইংরেজি গ্রামার বিষয়টিকে -বুকের মাধ্যমে টিউনারদের কাছে উপস্থাপন করলাম……

আর এই বইগুলো আমারমত যারা শ্রেণীকক্ষের গন্ডি পেরিয়ে গেছেন অথচ প্রতিনিয়ত বিব্রত হন গ্রামারের টুকিটাকি সমস্যা নিয়ে, তাদের জন্যও বইগুলো যথেষ্ট সহযোগিতা দেবে।

ইংরেজি শিক্ষার ক্ষেত্রে আমাদের ভার্চুয়াল জগতের ব্লগার দৈনন্দিন সমস্যা সমাধানের একটি কার্যকর উপকরণ হিসেবে বইগুলো কাজে লাগবে বলেই আমার বিশ্বাস।
আপনার কাজে না লাগলেও.... আপনার বন্ধু অথবা ছোট ভাইয়ের ১০০% কাজে লাগবে...!   



ইংরেজি গ্রামার ( English Grammar)সম্পর্কে ভাল ভাবে জানার জন্য নিচের বাংলা বই গুলো কিছু মেগাবাইট খরচ করে নামিয়ে ফেলুনআর দেখুন কি কাজের বই দিলাম.
এই বই গুলো -ইউনিকোড টেক্সট ফরম্যাটে(স্ক্যান করা না) যা খুব সহজে Mobile Computer পড়তে পারবেন……… 


স্ফট কপি নিতে বইটি কিনে নিন বইটি কিনে নিতে এখানে ক্লিক করুন  


আর ডাওনলোড করতে নিচে ‍ ক্লিক করুন 
Download link: 

1 নং এখান থেকে ডায়নলোড করুন  বই


2 নং এখান থেকে বই


3 নং এখান থেকে বই টি নিন

ভাল  লাগলে আমাকে জানাবেন আর আর আপনাদের জন্য আরো নতুন নতুন   কিছু   নিয়ে আসবো

আমার ফেসবুক পেইজ==>>>>
ফেসবুকে আমি.==>




Facebook এ আমি 

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন
Tag:  #শিখবোবিডি #Sikhbobd #SHIKHBO BD
http://shikhbobd.com/  shikhbobd.com





إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم